গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ২১৭

মোর ওজনটা যে হল ভারি
মাটিতে পড়লাম শূন্য ছাড়ি
মোর পাল্লা পড়ল নুয়ে
চিৎপটাং হলাম ভুঁয়ে
সেই থেকে পৃথিবীতে হল যে মোর স্থান।
সে আর জানে বল ক'জন
প্রভু গো হাল্কা হ'ল তোমার ওজন
ঠাকুর তুমি পলকা
তোমার ওজন হাক্ষা
তাই তো তুমি তুড়ি লাফে পৌঁছে গেলে আসমান ।
প্রভু এই দেহে পরাণটা ভবে
সেই একবার গড়েছিল মোরে
কিন্তু যতবার মনে করি
আমি যে তোমায় গড়ি
তাই তো আমি তোমার চেয়ে অনেক শক্তিমান ।

“ভানু পেলো লটারী” কথাচিত্রের গান ।
শিল্পী : শ্যামল মিত্র (ছবিতে); মানবেন্দ্র মুখোপাধ্যায় (রেকার্ড) ॥
সুর : নচিকেতা ঘোষ ।