গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
পাঠ: গান-৮৮
না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না।
শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর,
এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি
যে পালাটি করছে ও তার নাম যে ‘তাসের ঘর’।
(বুঝলে নটবর? তুমিও যাবেনা, আমিও যাবোনা)॥
মুখে রঙ মেখে আর মুখোশ পরে, পরি যে পরচুলো
আমরা যা নয় তাই সেজে সবার চোখে যে দিই ধুলো
ছক-বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর।
(বুঝলে নটবর? তুমিও যাবেনা, আমিও যাবোনা)॥
এই যাত্রাই দেখছি রোজই খোঁজ রাখে কে তারই
(আমার) জীবনটা যে সেই যাত্রাদলের অধিকারী।
আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মিরজাফর।
(বুঝলে নটবর?কিছুতেই যাবোনা! তুমিও না, আমিও না।)॥
শিল্পী: মান্না দে।
সুরকার: নচিকেতা ঘোষ।
সময়: ১৯৭০খ্রিষ্টাব্দ (নিশিপদ্ম)।