গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৮৫

না-না-না ফুটলনারে ফুল
না-না-না উঠলনারে চাঁদ ।
এখানে বাঁশীতে ইসারা শুনিনি ।
কাজললতা ধরি প্রদীপের শিষে হায়
আমারে কাঁদায়ে দেখি সে প্রদীপ নিভে যায়
এখনো নয়নে কাজল আঁকিনি।
কিসের ধবনি শুনে দ্বারে আমি ছুটে যাই।
বাতাস ছলনা করে না-না বাঁশী তার বাজে নাই
এখনো চরণে নূপুর বাঁধিনি ।

সুর ও শিল্পী : শচীনদেব বর্মন ।