৬১
না না না না এমন করে
দাগা দিয়ে সরে থেকো না।
আমায় নিয়ে খেলা করো
তুমি ওগো নিঠুর বড়॥
দোহাই তোমার আমায় তুমি
বিষ চোখে চেয়ে দেখো না॥
যা খুশী বলুক লোকে
দেখুক আমায় মন্দ চোখে
থাকলে তুমি আমার কাছে
লোক লাজে ভয় কি আছে
ফুলটাকে কাঁটা দিয়ে
ভুল করে ভরে রেখো না॥
মন নিয়ে কি যে করি
একি জ্বালায় জ্বলে মরি
বুকের আগুন নেভে না হায়
বোঝো না মন কি চায়
আলেয়ার মত তুমি
ছল করে কাছে ডেকো না॥
শিল্পী: আশা ভোঁসলে
সুরকার: শ্যামল মিত্র
রেকর্ড প্রকাশ: ১৯৭৫ খ্রিষ্টাব্দ(অমানুষ)।