গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৮

নওল কিশোরী গো
কিবা রূপ পেখনু আজ,
থির বিজুরী ঐ
নয়ানে বয়ানে এ কি লাজ ।
ও তো আঁখি নয় ওগো ললিতে__
দুটি ভ্রমর বসেছে যেন দুটি কলিতে,
লাগিছে মধুর তব এই নব সাজ ।
নিলাজ বাঁশীর ডাকে ইতি-উতি চাও,
ময়ূরী হেলায়ে গ্রীবা বলে কোথা যাও
জলকে যাওয়া নয় এ তো ছলনা-_
কত চতুরালী জানো তুমি ওগো ললনা,
জীবনে আসেনি আগে এই ভরা সাঁঝ ।

“কুহক' কথাচিত্রের গান ।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।