গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৪৬

“ও শিমুল বন
দাও রাঙিয়ে মন”
কুষ্ণচুড়া দোপাটী আর
পলাশ দিল ডাক
মধুর লোভে ভীড় জমাল
মৌ-পিয়াসী অলির ঝাঁক ।
কামরাঙা বৌ মুখ ঢাকে রাল চেলীতে
চোখ গেল দেয় না তারে চোখ মেলিতে
দিবসে গো ডাক তারে দোহাই কথা রাখ ।
আবেশে আজ শুধু হৃদয় ভরে যাক
হেসে প্রহর বয়ে যাক ।
আজকে আমার মন হারাবার এল কি সেই লগ্ন গো
কিসের সাড়ায় কার ইশারায় স্বপ্নে আঁখি মগ্ন গো
বৌ কথা কও এ তো বাজায় শাঁখ__
আবেশে আজ শুধু হৃদয় ভরে যাক
হেসে প্রহর বয়ে যাক ।

সুর ও শিল্পী : শ্যামল মিত্র ।