গান সংখ্যা ১৪৪
ও বাঁশীতে ডাকে কে
শুনেছি যে আজ,
মোর পরাণ কাড়িতে চায়
সে রাখাল রাজ ।
তার কাছে যেতে যদি কাঁটা বেঁধে পায়,
যদি শাশুড়ী ননদী মুখে কালি দিতে চায়,
তবু নিকটে যাইব তার না মানি সমাজ |
যাক কুল যাক মান
ক্ষতি নাহি চায়,
এ পোড়া পরাণ আমি,
সঁপিব ও পায় ।
মিটাইতে সাধ মিছে মানি লোক লাজ ।
“সূর্যমুখী কথাচিত্রের গান ।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।