গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৪২

ও জানি ভ্রমরা কেন কথা কয় না
- জানি মহুয়া কেন মাতাল হয় না।
জানি আমি শুধু জানি ।
পদ্ম ফোটা ঝিল রোদে
শুধু ঝিলিমিলি ঝিলিমিলি করে
তবু কেন আঁখি ঝরে ।
শুধু ঝর ঝর ঝর ঝরে।
আমি শুধু জানি
এ মন কেন ঘরে রয় না।
কৃষ্ঞচূড়া হাওয়ার সুরে
শুধু ঝিরি ঝিরি দোলে
সে এক পাখী শুনি ডাকে
শুধু চোখ গেল চোখ গেল বলে

আমি শুধু জানি
এ জ্বালা কেন প্রাণে সয় না।

সুর ও শিল্পী : শচীনদেব বর্মন ।