গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৪৫


ও ময়না কথা কও,
কেন চুপটি করে রও__

তবু দাঁড়ের পোষা ময়না কথা কয়না রে।
হেথায় আকাশ তো নয় নীল__
হেথা খাঁচায় আঁটা খিল,
এই বন্ধ দ্বারের আঁধারে মন রয় নারে।
ওরে ময়নারে তুই ভুলে গেলি গান কি__
সাথীহারা হয়ে কাঁদে প্রাণ কি?
তোর পায়ের বেড়ী খুলে দিতে- দয়া কারো হয় ন রে।
এই সোনাদানায় চায় নারে মন ভুলতে_
এই ময়না যে চায় পায়ের বেড়ী খুলতে,
এই শেখা বুলির ছড়া কাটা-_
আর যে প্রাণে সয় নারে



সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।
“সাথীহারা” কথাচিত্রের গান ।