গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৪০

দোল দুল দোলে
দোলে ফুল দোলে,
এই ঝিরি ঝিরি মিষ্টি হাওয়ায়,
কী মায়া চোখের চাওয়ায় ।
শুনি কিছু বল, যাই নয় চলো__
নিরালা বনের ছাওয়ায় ৷
আঁধারে জ্বলে কত জোনাকি, বলগো তারে যায় গোনা কি?
তবু কেন দূরে, ভর মন সুরে__
বাধা কি গান গাওয়ায় |
তারপর নামে যদি সন্ধ্যা,
ফোটে যদি রজনীগন্ধা__
চোখে চোখে স্বপ্ন যে আঁকবো,
মুখোমুখি শুধু চেয়ে থাকবো ।
যদি রাত ঢেলে দেয় জ্যোছনা,
সেই দিয়ে হবে প্রেম রচনা__
জানি না কি ভাব, তোমারে কি পাব
মোর যত চাওয়া পাওয়ায় ৷

শিল্পী : অপরেশ লাহিড়ী ।

 সুর : শ্যামল মিত্র।