গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
পাঠ: গান-৬৫


অনেক কথা বলেও তবু সব কথা কী শেষ করা যায়
কিছু সময় কাছে থেকে কতটুকু মন ভরা যায়॥

কিছুটাতো বুঝে নিতে হয়
মনটাকে খুঁজে নিতে হয়
কাঁচ দিয়ে বলো কিগো সুখের স্বর্গ গড়া যায়॥

তবে তাই হোক

হাসি ভুলে জলে ভরে থাক দুটো চোখ
তবে তাই হোক।
যে সেতারের ছিড়ে গেছে তার
বাজিয়ে কী হবে বলো আর
সূর্যের ওই এতো আলোয়
শিশিরে কী জয় করা যায়॥

 

শিল্পী: মান্না দে।
সুরকার: সুপর্ণকান্তি ঘোষ।
সময়: ১৯৮৬ খ্রিষ্টাব্দ।