গান সংখ্যা ১৪৭
॥ওরা ঘুমায় আবার জাগে__
ওরা স্বপ্ন যে দেখে কত,
ওরা আকাশ, বাতাস, চাঁদ, তারা, ফুল_
সুখী কে ওদের মতা
ওরা কানে কানে বলে__
কেন জেগে আছো তুমিও ঘুমাও,
আমি ঘুমাতে পারি না তাও-_
শুধু ভাবি, আর ভাবি, ভাবি অবিরত ॥
আমার পাথর চোখে পলক পড়ে না,
ছায়ায় ভরে না॥
আমি বলি ওগো ঘুম_
তোমার সোনার কাঠি এ চোখে ছোঁয়াও,
ঘুম বলে সে সোনার দাম আগে দাও
আমি ভাবি, আর ভাবি, ভাবি অবিরত ॥
শিল্পী : নির্মলা মিশ্র
।
সুর : নচিকেতা ঘোষ ।
“ক্ষুধা” কথাচিত্রের গান ।