গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৮৬

পাখি আজ কোন সুরে গায়
বকুলের ঘুম ভেঙে যায়
আজ কোন কথা নয়

শুধু গান আরো গান।
তাই বুঝি দুজনের মন
কত সুরে করে আলাপন
আজ কোন কথা নয়

শুধু গান আরো গান ।
মধুমালতীর বঁধু কয় রে
এ ফাগুন হলো মধুময় রে
তাই বুঝি বাঁশী মোর

এত সুর খুঁজে পায়॥
কেন যে আজ কে জানে রে
জীবন ভরে ওঠে গানে রে
প্রাণে মোর এ কি সাড়া পাই রে
জানি না তো কি যে আমি চাই রে
স্বপ্নে এ কি মায়া

জাগে মোর আঁখিছায়॥

শিল্পী : উৎপলা সেন ॥ সুর : সতীনাথ মুখোপাধ্যায় ।