৪১
পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ঐ
তুমি আমি দুজনাতে বাসর জেগে রই॥
তোমার আছে সুর আর আমার আছে ভাষা
মনের কোনে আছে কিছু পাওয়ার আশা
এবার কিছু শুনি আর আমিও কিছু কই
তুমি আমি দুজনাতে বাসর জেগে রই॥
বাতাস যে গান গায় আর ঐ তো ফোটে ফুল
আর এই যে প্রহর জাগায় তোমার দুল
মোর আঁখির পানে চেয়ে তোমার আঁখি হাসে
তবে হঠাৎ কেন এই রাত শেষ হয়ে ওই আসে
ফুরিয়ে যাব ভেবেই এতই ব্যকুল হই॥
শিল্পী: অখিলবন্ধু ঘোষ
সুরকার: অখিলবন্ধু ঘোষ
রেকর্ড প্রকাশ:১৯৫৪খ্রিষ্টাব্দ ।