গান সংখ্যা ১৯৫
প্রেম একবারই এসেছিল নীরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায়
এসেছিল পারিনি তো জানতে ।
সে যে এসেছিল বাতাস তো বলেনি
হায়, সেই রাতে দীপ মোর জলেনি
তারে সে আঁধারে চিনিতে যে পারিনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে ।
সে যে আলো হয়ে এসেছিল কাছে মোর
আজ তারে আলেয়া যে মনে হয়।
এ আঁধারে একাকী এ মন আজ
আঁধারেরই সাথে শুধু কথা কয় ।
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরীচিকা হয়ে দেয় ফাঁকি গো
ভাগ্যে যা আছে লেখা হায় রে
জানি চিরদিনই হবে তারে মানতে ।
শিল্পী : লতা মঙ্গেশকার ॥ সুর : হেমন্ত মুখোপাধ্যায় ।