গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৯৬

প্রেম সে তো শুধু রূপকথা হয়ে
নিশীথ স্বপনে বয় ।
ধরিতে গেলেই মরীচিকা মনে হয়
তবু সে তো নহে ভুল__
(জানি) রূপের আড়ালে কাটাবে লুকোয়ে
চিরদিনই হাসে ফুল
হাসি যদি কভু ঝরায় অশ্রু
সে তো অভিশাপ নয়
কাছে এসে কেন দূরে চলে যাও
নাও না তো মালা গলে
এমনি করেই নিয়তির খেলা চলে ।
তবু কেন ভুলে যাই
আঁখিজল ছাড়া এ জীবনে মোর
আর যেন কিছু নাই
ব্যথা সে তো এই হৃদয়ের পরিচয়
শিল্পী : রবীন মজুমদার ॥ সুর : দূর্গা সেন ।