গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৯৪

প্রভু, তোমার আলোরে তুমি কেড়ে নাও
কি কার বলার আছে

তবু ভগবান শুধাই তোমার কাছে।

আলো দিয়ে যদি দিলে এ আঁখিরে
দেখিবার অধিকার

তারেই কেন গো অন্ধ করিয়া
আসে এ অন্ধকার ৷

প্রভু মরণের মাঝে এ জীবন কেন বাঁচে,

ওগো ভগবান শুধাই তোমার কাছে

তুমি শেষ করে দাও বেলা,__
ওগো ভগবান এ কেমন তব খেলা ।
তবে কিগো এই আঁধারের মাঝে
হবে আজ সব শেষ,

যে রাত ঘুমায় মনে হয় যেন
মরণেই কালো বেশ ।

তুষিত হৃদয় আলোরে যে প্রভু যাচে।

“অনুপমা কথাচিত্রের গান ।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায় ॥সুর : অনুপম ঘটক ।