সেদিন যখন প্রথম বৃষ্টি এলো
তুমি বাতায়নে ছিলে একা
মনে কি পড়ে
ভিজে হাওয়া এসে এলো খোঁপা নিয়ে
দেখেছিনু খেলা করে ।
তুমি পারনি তো তবু জানতে
আমি পিছনে আসিয়া দাঁড়ায়েছিলাম
তোমারি দুয়ার প্রান্তে
আমি ব্যাকুল ধ্যানের মধুর সে ছবি
দেখেছি আবেশ ভরে ।
নীরবে আসিয়া আঙুল চাপিয়া চোখে
কয়েছি তোমার কানে কানে আমি
বলত কে?
তুমিও চিনেও চাওনি চিনতে
শুধু ক্ষণিক বিজলী ফোটালে মুকুল
তোমারই অধর বৃত্তে
তুমি কয়েছিলে জানি
কে এলো আমার প্রাণের বাসর ঘরে
শিল্পী : রবীন মজুমদার ॥ সুর : রবীন চট্টোপাধ্যায় ।