গান সংখ্যা ২৩০
শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
বরণের মালা যদি হতে চায় স্রান।
তবু জেগে রবো শেষের প্রহরে
তোমায় শোনাতে গান ।
এই দেখা যদি শেষ দেখা হয়
কমলের মাঝে কাঁটা জেগে রয়
সে তো জানি ওগো নিয়তির দান ।
ফুলে ফুলে দেখো ছেয়ে গেছে বনতল
কি হলো সহসা এখনি তোমার
নয়নে কেন গো জল ।
জানি নাকি ভাবো কি বোঝাতে চাও
যদি সব খেলা ভেঙে দিতে চাও
কি বোঝাতে তুমি চাও
তবু তো কখনো জানাবো না অভিমান।
শিল্পী : আলপনা বন্দোপাধ্যায় ॥ সুর : শ্যামল মিত্র ।