গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

পাঠ: গান-৬৪

শিং নেই তবু তার নাম সিংহ
শিং নেই তবু নাম তার সিংহ
ডিম নয় তবু অশ্বডিম্ব
গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ
দাও ভাই নাকে একটিপ নস্যি
খাও তার পরে এক মগ লাস্যি
লাগে জুরি জুরি সুরসুরি
হ্যাচ্ছো হ্যাচ্ছো ছিক ছিক ছিক ছিক॥
দুই পায়ে পরে নাগরা
যাও নয় হেটে আগ্রা
জামতলা আমতলা নিমতলা পথে পাবে
নয় নয় এতো ঠাট্টা
খাও পেট ভরে গাট্টা
কাচকলা কানমলা খাও তুমি কত খাবে
টক টক টকটক্করে টক্কা
আর কত দুরে বোগদাদ মক্কা
গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ॥
গোলগাল বিশু নন্দী
দিনরাত আটে ফন্দি
ঝুরি ঝুরি ভুরি ভুরি বড় বড় কথা বলে
তাগরা এই বেটে বড়দা
খায় পান সাথে জর্দা
গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে।
এবাড়ির খেদি চায় ভুরু কুঁচকে
ওবাড়ির খেদা হাসে মুখ মুচকে
গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা
হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ॥

শিল্পী: কিশোর কুমার।
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়।
চলচ্চিত্র: লুকোচরি। সময়: ১৯৫৮ খ্রিষ্টাব্দ।