৪০
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশতো
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশতো
বেশ তো বেশ তো॥
তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই
সে আঁধার নামুক না গুঞ্জন থামুক না
কানে তবু রবে তার রেশ তো॥
তারপরে সারারাত দুজনে একা একা ভাববো
হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য।
জোনাকিরা দ্বীপ জ্বেলে আমাদের সাথে রাত জাগবেই
দুটি প্রানে চুপি চুপি নতুন সে সুর এক লাগবেই
জোনাকিরা জাগুক না প্রানে সুর লাগুক না
পাওয়াতে চাওয়ার হবে শেষ তো
বেশ তো বেশ তো॥
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
রেকর্ড প্রকাশ:১৯৬১ খ্রিষ্টাব্দ (ইন্দ্রাণী)।