গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৭১

তারার চোখে ঘুম নেমেছে

রাতও ঘুমায় ঐ
খুঁজি তোমায় চাঁদ যে শুধায়

হায় গো তুমি কই
জানি না কে কাঁদায় মোরে,
মালা কেন যায় গো ঝরে__
তবুও আমি বাসরে একা একা জেগে রই?
ঝরায় পাতা ব্যাকুল বাতাস

বকুল বনে গো,
আহা তার সেই হাহাকার

বাজে মনে গো।

বুঝি না তো কি যে ভেবে__
ক্লান্ত হয়ে প্রদীপ নেভে,
তবুও যেন নীরবে হাসিমুখে ব্যথা সই ।


সুর ও শিল্পী : শ্যামল মিত্র ।
'জয় মা কালী বোর্ডিং' কথাচিত্রের গান।