গান সংখ্যা ১৭২
তারে অনুনয় করে বলেছি যেও না
যেও না শপথ লাগে,
আন গলে তবু দিল সে তো মালা
আমারি আঁখির আগে ।
ফিরে সে তো আর চেয়ে দেখে নাই
ধুলায় মিশেছে গরবিনী রাই,
এই তো প্রথম বুঝেছি জীবনে__
কি যে জ্বালা অনুরাগে ।
প্রথমে মিনতি তারপরে তারে
কঠোর শাসন করে,
বলেছি যেও না তবুও যে তারে
রাখিতে পারিনি ধ'রে ।
জানে নাই বঁধু সে নহে শাসন__
পরাণ দেউলে তার যে আসন,
সে যে দেউল পিরীত ধূপের__
বেদনা নীরবে জাগে ॥
শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।সুর : রবীন চট্টোপাধ্যায় ।
“শুন বরনারী' কথাচিত্রের গান ।