গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৭৭


তোমার ঐ আমলকী বন
একতারাতে আজ সারা বেলা

এ কোন্‌ সুর ধরেছে।
আমারই বাউল এ মন ভ্রমর হয়ে
তোমার ফুলে ফুলে কত রঙ যে ভরেছে!
এ কোন্‌ লাজে তোমার কৃষ্ণচূড়া

হলো গো আজ লাল
অনুরাগের আধার ছাড়ায়

আমার পলাশ ডাল,
মহুয়ার নেশায় মাতাল
পাখীর গানে দোল যে ঝরেছে॥
বুনো হাঁসের পাখায় দু'জন কোথায় ভেসে যাই
তুমি আমি কেউ জানে না তার ঠিকানা নাই ।
তোমার কাছে আমার ভীরু মন কয় গো কথা কয়
ময়ূর মিথুন দোহার পানে রয় গো চেয়ে রয়!

শিল্পী : ইলা বসু ॥ সুর : শৈলেন মুখোপাধ্যায় ।