গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

পাঠ: গান-১৫

তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময় চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা।

একদিন তানপুরাটার যে তারগুলো নীরব ছিল
কে যেন আজ তারগুলো কে নতুন সুরে জাগিয়ে দিল
প্রাণে যে সুর লাগিয়ে দিল, মনে যে সুর লাগিয়ে দিল
গানই আমার জীবন ওগো, গানই আমার ভালবাসা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা॥

তোমাদের এ গান শুনে একটু যদি ভালো লাগে
তবে হব ধন্য আমি তোমাদের প্রশংসারই চেয়ে
ওগো কিছুই তো আর নয়কো দামী
এ হৃদয় ভালবাসার গানেরই এক স্বরলিপি—
জীবনেরই বাঁশীতে যে - এ গান আমি বাজিয়ে যাবো
সুরে যে মন সাজিয়ে যাবো
এ গান আমার ফুলের কাছে, ভ্রমরেরই ভাষা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা
বিনিময় চাই তোমাদের প্রশংসা আর ভালবাসা
তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা॥


শিল্পী: ১. লতা মঙ্গেশকরও হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়

(ছায়াছবিঃ প্রক্সি)