গান সংখ্যা 
১৮০
 তোমায় শোনাব গান
আমি তাই জেগে থাকি ।
ওগো চাদ তুমি বলো
মেঘে কেন ঢাকো আঁখি॥
শুধু কি ফুলেরই তরে
তোমায় তো আলো ঝরে
জানি গো পাব না সাড়া
তবুও তোমায় ডাকি ॥
তোমার আলোয় রাত 
জানি সুন্দর হয় ।
শিশির তোমার রূপ
বুকে তার তুলে লয়॥
চকোর নীরবে কাঁদে 
ও রূপ পরাণে সাধে
তারই পানে চেয়ে আমি
ব্যথা যে হাসিতে ঢাকি॥
“গোধুলী' কথাচিত্রের গান ।
শিল্পী : সতীনাথ মুখোপাধ্যায় ।সুর : রবীন চট্টোপাধ্যায় ।