গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৭৬

তোমার আমার কারো মুখে কথা নেই
বাতাসেও নেই সাড়া ।
জেগে জেগে যেন কথা বলে এ
দূর আকাশের তারা ।
দুজনেই কাছে তবু যেন কতদূর
মুকুলের কানে মৌমাছি আনে সুর
তোমার আখিঁর পল্লবে মোর
আঁখি যে নিমেষ-হারা ।
তোমার আমার মত-ই যেন গো
এ রাতের ভাষা নাই__
কথা হারা এই স্বপ্নের মাঝে
নিজেরে হারাতে চাই ।
জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল
এ রাতের শেষে মনে হবে সে তো ভুল
হাসি দিয়ে যার শুরু হয় সে তো
আঁখিজলে হয় সারা ।

শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।

 সুর : সতীনাথ মুখোপাধ্যায় ।