৩৯
তোমার এত ভালোবাসা কোথায় আমি রাখব বলনা
যেথায় রইব শুধু তুমি আমি সেথায় চলোনা॥
এই দুপুরবেলার হাওয়া ভারী মিষ্টি
তাই খুশি খুশি হল তোমার দৃষ্টি
বৌ কথা কও পাখির মধুর সৃষ্টি
করে যেন রোমাঞ্চেরই সৃষ্টি
জানি যেমন আমায় দিলে তাতে নেইতো ছলনা॥
জানি আমার হাতের চুড়ির মিঠে ছন্দ
এই নিরালায় নয়তো নেহাত মন্দ
আমার খোঁপার কনক চাঁপার গন্ধ
জানি তোমার মনে জাগায় কিসের দ্বন্দ
আমার প্রেমের দীপে শিখা হয়ে নাহয় জ্বলোনা॥
শিল্পী: গীতা দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: ১৯৬১
খ্রিষ্টাব্দ
(মধ্যরাতের তারা)।