গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

পাঠ: গান-৮৩

তুমি আর ডেকো না।
পিছু ডেকো না
আমি চলে যাই শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না॥

আঁখি জল কভু ফেলো না,
নিবিড় আঁধারে একা।
নেভা দ্বীপ আর জ্বেলো না
পথ আর চেয়ে থেকো না॥

জানি মোর কিছু রবে না
তোমার আমার দেখা এ জীবনে আর হবে না
আমার এ চলে যাওয়া চেয়ে দেখো না
অকারণে ব্যথা পেয়ো না।

অকারণে ব্যথা পেয়ো না
হারালে যাহারে আজ
তারে আর ফিরে চেয়ো না
বেদনায় হাসি ঢেকো না॥

শিল্পী: মান্না দে।
সুরকার: মান্না দে।
সময়: ১৯৫৬
খ্রিষ্টাব্দ