গৌরীপ্রসন্ন মজুমদারের গান (?) / পুলক বন্দ্যোপাধ্যায়

১৪

তুমি এসো ফিরে এসো, যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে জেনো ঘর বাঁধা বাঁধা খেলা॥
জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী,
সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেব ভাসিয়ে পাতাবাহারের সেই ভেলা॥
পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে
বনচম্পার সেই মালাটি হোক স্বপ্নে গেঁথে ফেলা॥

শিল্পী: তালাত মাহমুদ
সুরকার: রবীন চট্টোপাধ্যায়/ কানু ঘোষ (?)
রেকর্ড প্রকাশ: ১৯৭৩
খ্রিষ্টাব্দ (?)