গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৭৩

তুমি তো জানো না
আমার এ হাসিতে কত ব্যথা ঢেকে রেখেছি,
তোমারেই আমি যে
আমার এ বাশীতে কতবার কত ডেকেছি।
আকাশে যে রামধনু জাগে__
জানি আকাশেই তারে ভাল লাগে,
মিছেই তারি স্বপনে
রঙে রঙে ছবি এঁকেছি।
কত নদী মরুতে হারায়
ছিঁড়ে যায় কত ফুলডোর,
ওগো না জলিতে নেভে কত দীপ র
শুধু সেইটুকু সাস্তবনা মোর ।
পুড়ে মরে যদি প্রজাপতি___
তাতে প্রদীপের কিবা বল ক্ষতি,
দূরে দূরে সরে থেকেছি ।

“সূর্যতোরণ' কথাচিত্রের গান ।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায় ।