গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

গান সংখ্যা ১৭৫

তুমি বারে বারে শুধু
চাও যে জানিতে ওগো ।
কেন যে তোমায় এত আমি ভালবেসেছি
কে দিল তোমার বুকে এত ভালবাসা
যার বিনিময়ে জীবনে তোমার এসেছি
আমি দেখেছি সাগরে এসে,
নদী যে নীরবে মেশে
তাদের মিলন শেখালো আমায়
প্রেমেরি গোপন কথা
তাই দেখে শুধু হেসেছি।
আর তারই প্রেরণায় জীবনে তোমার
এতো প্রেম লয়ে এসেছি।
ভুবনের মাঝে ফুল বসন্ত
আসে গো যেমন করে
তারি মত তুমি দিলে এ জীবন
কত যেস্বপ্নে ভরে ।
প্রেমের পরশ পেয়ে
তোমার হৃদয় চেয়ে
ফুলের মত তোমারি লাগিয়া
সুর‍ভি ছড়ায়ে আমি
বাতাসে বাতাসে ভেসেছি
বল গো কেমনে বোঝাব তোমায়
কত আমি ভালবেসেছি।

সুর ও শিল্পী : শ্যামল মিত্র।