গান- ২০
যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে॥
যেথা সব তিথি মধুতিথি, মধুমাস জেগে থাকে নিতি
মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে॥
যেথা শুধু আলো শুধু আশা সারাবেলা করে কানাকানি।
চির চেনা হয়ে পাশে থেকে হায় মনে মনে জানাজানি।
যেথা হাতখানি হাতে বাঁধা, বেনুবীনা একই সুরে সাধা
তাই যত কথা বলা বাঁকী, যায় গান হয়ে তারই রেশে॥
শিল্পী: তালাত মাহমুদ
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
রেকর্ড প্রকাশ: পাওয়া যায়নি।