হেমেন্দ্রনাথ ঠাকুরের গান
১
লচ্ছাসার- চম্পক
জয় জয় ব্রহ্মন্ ব্রহ্মন্ মহাদেব মহাদেব
ভূমা, ভূমা, অজর অমর।
সর্ব্বগত অখিল প্রাণ অতি মহান্,
নাহি নাম নাহি ধাম
নিখিল জগৎ স্থিতি-গতি পতি
তুমি ভব সঙ্কট সংহর।
গ্রন্থভুক্তি
১. শতগান, ৯০ সংখ্যক গান, লচ্ছাসার-চপক (১৩০৭ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ২৯৮।
প্রাসঙ্গিক বিষয়:
সুর:
হিন্দুস্থানী
স্বরলিপিকার: সাহানা দেবী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
লচ্ছাসার
তাল: চম্পক
অঙ্গ: ব্রহ্মসঙ্গীত
গ্রহস্বর: সা