হেমেন্দ্রনাথ ঠাকুরের গান

                         ১

                 জয়জয়ন্তী । চৌতাল

 

    নাথ, তুমি ব্রহ্ম, তুমি নিত্য, তুমি ঈশ, তুমি মহেশ,

    তুমি আদি, তুমি অন্ত, তুমি অনাদি, তুমি অশেষ॥

জল স্থল মরুত ব্যোম,        পশু মনুষ্য দেবলোক,

    তুমি সবার সৃজনকার, হৃদাধার ত্রিভুবনেশ ॥

তুমি এক, তুমি পুরাণ,        তুমি অনন্ত সুখ- সোপান,

      তুমি জ্ঞান, তুমি প্রাণ, তুমি মোক্ষধাম।

পূর্ণ হল মনস্কাম        লয়ে আজি তব নাম,

    তব পায় শতবার করি প্রণাম, করি প্রণাম॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, ৭ম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম ভাগ

 


প্রাসঙ্গিক বিষয়:

 

স্বরলিপিকার: কাঙালীচরণ সেন

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
জয়জয়ন্তী

তাল: চৌতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: মধ্যলয় বা ঢিমা

গ্রহস্বর: সা