গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ ধন যৌবন চিরদিনের নয়
এ ধন যৌবন চিরদিনের নয় ।
অতি বিনয় করে নিমাই মায়েরে কয় ।।
কেউ রাজা কেউ বাদশাগিরি ছেড়ে কেউ নেয় ফকীরি ।
আমি এ নিমাই কি ছার নিমাই হাল ছেড়ে বেহাল লয়েছি গায় ।।
কোনদিন পবন বন্ধ হবে এই দেহ শ্মশানে যাবে ।
কোঠা বালাঘর কোথা রবে কার লোভ লালসে কেবল দুকূল হারায় ।।
রও শচীমাতা গৃহে যেয়ে আমারে বিসর্জন দিয়ে ।
এই বলে নিমাই ধরে মায়ের পায় ফকীর লালন বলে ধন্য নিমাই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৯৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫৭