গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ জনম গেলোরে অসার ভেবে
এ জনম গেলোরে অসার ভেবে ।
পেয়েছো মানব জনম হেন দুর্লভ জনম আর কি হবে ।।
জননীর জঠরে যখন অধোমুণ্ডে ছিলেরে মন ।
বলেছিলে করবো সাধন এখন কি তা মনে হয়না ভবে ।।
কারে বলো আমার আমার তুমি কার আজ কেবা তোমার ।
যাইবে সকল গুমার যেদিন শমন রায় আসিবে ।।
এদিনে সেদিন ভাবলে না কী ভেবে কী করো মনা ।
লালন বলে যাবে জানা হারলে বাজি কাঁদলে কী আর হবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫৬