গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি
এ কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি ।
গৌর এসে হৃদয়ে বসে করলো আমার মনচুরি ।।
কি বার গৌর রুপ লম্পতে ধৈর্যডুরি দেয় গো কেটে ।
লজ্জাভয় সব পলায় ছুটে যখন ঐরুপ মনে করি ।।
গৌর দেখা দিলো ঘুমের ঘোরে চেতন হয়ে পাইনে তারে ।
পালাইলো কোন শহরে নবদলের রাসবিহারী ।।
মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁক ফেরে ।
লালন বলে তাই আমারে করলেন গৌর বরাবরই ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২১১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা