গীতিকার: লালন ফকির
শিরোনাম: এ কী লীলে মানুষলীলে দেখি গোকুলে
এ কী লীলে মানুষলীলে দেখি গোকুলে ।
হরি নন্দঘোষের বাদা মাথায় নিলে ।।
রাখালের উচ্ছিষ্ট খায় একদিন ব্রহ্মা দেখতে পায় ।
তাতে রুষ্ট হয় ভারি ধেনুবৎস হরে লয় পাতালে ।।
কোন প্রেমে সে দীন দয়াময় নারীর চরণ নিলো মাথায় ।
লীলা চমৎকার বোঝা হলো ভার অপার হয়ে অধীন লালন বলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৫৮
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা