গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে গুরুরতি করো সাধনা
আগে গুরুরতি করো সাধনা ।
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবেনা ।।
প্রবর্তের গুরু চেনো পঞ্চতত্বের খবর জানো
নামে রুচি হলে কেন জীবের দয়া হবেনা ।।
প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে
ঠেকিবে যেয়ে মেয়ের হাতে লম্পটে আর সারবে না ।।
পর্বতের কাজ আগে সারো মেয়ে হয়ে মেয়ে ধরো ।
সাধনদেশে নিশান গাড়ো রবে ষোলোআনা ।।
রেখো শ্রীগুরুতে নিষ্ঠারতি ভজন পথে রেখো রতি
আঁধার ধরে জ্বলবে বাতি অন্ধকার আর থাকবে না ।।
মেয়ে হয়ে মেয়ের বেশে ভক্তি সাধন করো বসে
আদিচন্দ্র রাখো কষে কখনো তারে ছেড়োনা ।।
ডোবো গিয়ে প্রেমানন্দে সুধা পাবে দণ্ডে দণ্ডে
লালন কয় জীবের পাপখণ্ডে আমার মুক্তি হলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৮৬