গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না
আগে জানলে তোর ভাঙা নায়ে চড়তাম না ।
ওরে দূরদেশে পাড়ি ধরতাম না ।।
ছিলো সোনার দাড় একখান পবনের বৈঠা ময়ূরপঙ্খী নায়ে ।
গলুইতে ছিলো ফুল তোলা গহনা চন্দ্র সূর্য তারা জোছনা ।।
ছমছম কলকল দরিয়াতে ওঠে ঢেউ ঐ মাতঙ্গ তুফান দেখে কেউ ।
দিয়োনা পাড়ি করণ দরিয়ায় নাউ ডুবিলে উপায় কি জানোনা ।।
ছিদ্র ছিলো বুঝি নায়ের মাঝখানে উঠলো পানি ভরে নায়ে তুফানে তুফানে ।
যদি যেত জানা নায়ের ছিদ্র আছে গোপনে
লালন বলে তাহলে নায়ে চড়তাম না ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা