গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে কে জানে গো এমন হবে
আগে কে জানে গো এমন হবে ।
গৌরপ্রেম করে আমার কূলমান যাবে ।।
ছিলাম কূলের কূলবালা প্রেমফাঁসে বাঁধলো গলা ।
টানলে তো আর না যায় খোলা বললে কে বোঝে ।।
যা হবার তাই হলো আমার সেসব কথায় কি ফল আর ।
জল খেয়ে জাতের বিচার করলে কি হবে ।।
এখন আমি এই বর চাই যাতে মজলাম তাই যেন পাই ।
লালন বলে কুল বালাই গেলো ভবে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা