গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে মন সাজো প্রকৃতি
আগে মন সাজো প্রকৃতি ।
প্রকৃতির স্বভাব ধরো সাধন করো উর্দ্ধ হবে দেহের রতি ।।
যে আছে ষড়দলে সাধো তারে উল্টোকলে ।
যদি সে সাধনবলে যায় দ্বিদলে উঠবে জ্বলে জ্যোতি ।।
অনাত্ম নিবৃত্তি হলে নিষ্ঠারতি বলে ।
কামব্রহ্মাণ্ড সাকার মূলে উদয় হবে গুরুমূর্তি ।।
বৈদিক এক সাধন আছে তারে রাখো আগে পিছে ।
সেই সাধন করতে গেলে শুরু হয় নিজপতি ।।
তারপরে এক সাধন আছে সে সাধন বড়োই বেজাতে ।
অধীন লালন বলে মনরে আমার হবে কোন গতি ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা