গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে ।
সেতো প্রেমী নয় তারে কামী কয় যেমন চকমতি পাথরে সদা অগ্নি ঝরে ।।
হেতু ইচ্ছায় করে পিরীত পায়না হিত ঘটে বিপরীত
যেমন গাভীর ভাণ্ডে গোরোচনা গাভী তার মর্ম জানেনা ।
শুল্কবস্তু মিশে সদা বিন্দু ঝরে ।।
জলন্ত অনলে যদি ঘৃত রাখে নিরবধি তবে জানি সাধকের গতি
যেমন দুগ্ধেতে কলস ভরি লয়ে রাখে গঙ্গাবারি সে ক্ষুদ্র অপরাধী
তাই পড়ে প্রমাদে সুরাস্পর্শে অপবিত্র করে ।।
না হতে প্রবর্তের দিশা আগে করে সিদ্ধির আশা পুরায়না তার মনের আশা
যেমন অগ্নিতে পতঙ্গ পড়ে হলো সেই দশা ভাবুকজনা না শুনিলে মানা
ফকীর লালন বলে সে মাথা দিয়ে উল্টে পড়ে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা