গীতিকার: লালন ফকির
শিরোনাম: আগে তুই না জেনে মন দিনে নয়ন করিহে মানা
আগে তুই না জেনে মন দিনে নয়ন করিহে মানা ।
নয়ন দিলে যারা জন্মের মত আর ফিরে আসবেনা ।।
নেবার বেলায় কত সন্ধি নিয়ে করে কপাট বন্দি ফিরে দেখায় না ।
তোর মত ভোলানি সন্ধি জগতে কেউ জানেনা ।।
দেখেছি তার রাঙাচরণ না দেখেই ভুলেছিলো মন করে বন্দনা ।
লালন বলে এ রাঙাচরণ আমার ভাগ্যে হইলোনা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৩৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা