গীতিকার: লালন ফকির
শিরোনাম: আহাদে আহমদ এসে নবী নাম কে জানালে
আহাদে আহমদ এসে নবী নাম কে জানালে ।
যে তনে করিলো সৃষ্টি সে তন কোথায় রাখিলে ।।
আহাদ মানে পরোয়ার আহমদ নাম হলো যার ।
জন্মমৃত্যু হয় যদি তার শরার আইন কই চলে ।।
নবী যারে বলিতে হয় উচিত বটে তাই জেনে লয় ।
নবী পুরুষ কি প্রকৃতি কায় সৃষ্টির সৃজনকালে ।।
আহাদ নামে কেন ভাই মানবলীলা করিলেন সাঁই ।
লালন তবে কেন যায় অদেখা ভাবুক দলে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১২১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৫৫