গীতিকার: লালন ফকির
শিরোনাম: আইন সত্য মানুষবর্ত করো এই বেলা
আইন সত্য মানুষবর্ত করো এই বেলা ।
ক্রমে ক্রমে হৃৎকমলে খেলবে নূরের খেলা ।।
যে নাম ধরে চলেছো ভবে সেই নামেতে যেতে হবে ।
একে শূণ্য দশ হইবে নয় দশ নব্বই মিলা ।।
নয়ে চার শূণ্য দিলে নব্বই হাজার কয় দিলে ।
সেসব শূণ্য মুছে ফেলিলে শুধুই রে নয়ের খেলা ।।
নয় হতে আট বাদ দিলে এক থাকে তার শেষকালে ।
লালন বলে বোঝো সকলে সেইটি স্বরুপ রুপের ভেলা ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৬০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭৯