গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ আমায় কোপনী দে গো ভারতী গোঁসাই
আজ আমায় কোপনী দে গো ভারতী গোঁসাই ।
কাঙ্গাল হবো মেগে খাবো রাজরাজ্যের আর কার্য নাই ।।
সদাই যদি নাহি পারি ভিক্ষার ছলে বলবো হরি ।
ঐ বাসনা মনে করি হরির গুণ গাই ঠাই অঠাই ।।
সাধুশাস্ত্রে জানা গেলো সুখ চেয়ে সোয়াস্তি ভালো ।
খাই বা না খাই নিস্কলহ তাতে যদি মুক্তি পাই ।।
স্বপ্নে যেমন রাজরাজ্য পাই চেতন হলে সব মিথ্যে হয় ।
তেমই যেন সংসারময় লালন ফকীর কেঁদে কয় ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯৪