গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ আমি জানতে এলাম সাধু তোমার দ্বারে
আজ আমি জানতে এলাম সাধু তোমার দ্বারে ।
কোন নূরে হয় নবী পয়দা আদম হয় কোন নূরে ।।
অন্ধকার ধন্ধকার কুওকার নিরাকার আকার সাকার দীপ্তকারে ।
এহি তো সপ্তম কারে সাঁইজি আমারে ।।
সৃষ্টি করে নবীজিরে পাঠালেন তারে দ্বীন জারিতে ।
না ছিলো আসমান যমীন পবনপানি দিনরজণী আল্লা ছিলো কোন কারে ।।
আল্লা ছিলো একা সঙ্গে নাহি ছিলো সখা ।
কার সঙ্গে হলো দেখা ঘুরে ফিরে ।।
আরো এগারো কার ছিলো জানলে সাধু তার খবর বলো ।
লালন বলে না বলিলে ছাড়বোনা তোমারে ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা