গীতিকার: লালন ফকির
শিরোনাম: আজ আমি নূরের খবর বলি শোনরে মন
আজ আমি নূরের খবর বলি শোনরে মন ।
পাক নূরে হয় নবী পয়দা খাক নূরেতে আদমতন ।।
এগারো কারেতে শুনি সপ্তম দিনের মানে ।
চাররঙ ধরে দিনরজণী করলাম কারের বিবরণ ।।
না ছিলো আসমানজমি দিনরজণী আলকে হয় একা গনি ।
তার নূরে হয় মা জননী তার সাথে হলো মিলন ।।
দক্ষিণ দ্বারে গঠিলেন সাঁই নামটি তার স্বরুপ বাজার ।
সে বাজারে বেচাকেনা করে এ নয়জন ।
লালন বলে তোলাদারী খোদে খোদা মহাজন ।।
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা